সাইফুল ইসলাম,(রামগড়)খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় আইডিয়াল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া,কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ ২০২৩ নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (সোমবার) মাষ্টারপাড়া স্টেডিয়াম সংলগ্নে বেলা ১২ ঘটিকার সময় রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ড এর কাউন্সিলর মোহাম্মদ আহসান উল্ল্যাহ র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রোকসানা আক্তারের সঞ্চালনায় উক্ত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,রামগড় ৪৩ বিজিবি”র সহকারী পরিচালক (এডি)রাজু আহমেদ,রামগড় উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার প্রমুখ, এছাড়াও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাহ্ফুজ, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, ওমর ফারুক সহ স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, অভিভাবক -শিক্ষার্থী বৃন্দ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।