ওমর ফারুক আকাশ,গুইমারা প্রতিনিধিঃ
রবিবার(২৬ফেব্রুয়ারি) বেলা ১১ টায় গুইমারা থানা মিলনায়তনে ওসি রাজীব চন্দ্র কর এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের সাথে পরিচিতিকরণ ওমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র করের সভাপতিত্বে ও এস আই জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক হাফছড়ি ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য বাবু চাইথোয়াই চৌধুরী, এসময়ে অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং গুইমারা ইউপি চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক বাবু নির্মল নারায়ন ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি সমীরণ পাল, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আইয়ুব আলী, গুইমারা প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বাবু বিপ্লব শীল, গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম, গুইমারা উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি কমিটির আহবায়ক রিপন দে, সাংবাদিকবৃন্দ ও ছাত্রলীগ, আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ সহ প্রমুখ।
মতবিনিময় সভার পূর্বে নবাগত গুইমারা থানার ওসি রাজীব করকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উপজেলা চেয়ারম্যান আইন শৃঙ্খলার বিষয়ক সকল ধরনের সহযোগিতার ও একাত্ম থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি রাজীব কর সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্সে অবস্থানের কথা জানান। তিনি এসময় গুইমারা সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি,যুব সমাজ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।