নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নানিয়ারচর উপজেলাধীন ৩নং বুড়িঘাট ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন -২০২৩ হয়েছে।
বেলা ১১টায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের ৮নং টিলায় ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্তের উদ্বোধনে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: মহিদুল ইসলামের সভাপতিত্বে কাইয়ুম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার,এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইঁয়া,বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক,উপজেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুন ভূইঁয়া,ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক তোজাম্মেল হক সহ অত্র ইউনিয়নের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে বক্তব্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার বলেন,বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো দুর্ভিক্ষ হবে না। যুবকরাই দেশের সমৃদ্ধি আনবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন জমি যেন অনাবাদি না থাকে সেদিকে খেয়াল রাখুন। অন্যের কোন জমিও যেন অনাবাদি না থাকে সে ব্যবস্থা প্রত্যেক যুবলীগ কর্মীকে করতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ সহ পাহাড়ে উন্নয়নের সকল সুবিধা ভোগ করার পরও কেউ উন্নয়ন চোখে না দেখলে কিছুই বলার নেই। যারা উন্নয়ন না দেখে আওয়ামী লীগের সমালোচনা করে, তারা চোখ থাকতেও অন্ধ। যাদের নেতা খুন, মানি লন্ডারিং, অবৈধ সম্পদের মামলার আসামি, তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা মানায় না। খুনিদের লালন পালন করাই বিএনপির চরিত্র। দুর্নীতিগ্রস্ত বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা নেই।
তিনি আরো বলেন, এইট পাস দিয়ে, মেট্রিক ফেল দিয়ে দেশ চললে উন্নয়ন হয় না। আমরা ক্ষমতায় আসার আগে সরকারে ছিল বিএনপি। ২ দশমিক ৬ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল বিএনপির সময়। আমাদের সরকার ৪৮ বিলিয়ন পর্যন্ত নিয়েছিল। আমাদের সরকার কোভিড টিকা কিনেছে,বিনিয়োগ করেছে, বিমান কিনেছে, পায়রা বন্দর নিজস্ব অর্থায়নে করেছে। এভাবে রিজার্ভ থেকে খরচ হয়েছে। ঘরের টাকা ঘরে থাকছে। পাহাড় ও দেশের জনগণের উন্নয়নে এই টাকা ব্যবহার করছে। আমাদের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।
বিএনপির দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে, ভোটচুরির বিরুদ্ধে। আপনারা প্রস্তুত হয়ে যান। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। সেদিন গর্ভবতী নারীকেও হত্যা করা হয়। আজ বার বার সেই কথা মনে পড়ে। শেখ কামলা, শেখ জামালের মেহেদী রাঙা হাত। আজ তাদের স্মৃতি অবনত মস্তকে স্মরণ করছি।
অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ইলিপন চাকমা বলেন, আমরা বাংলাদেশে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুব সমাজ গড়ে তুলতে চাই। পাহাড়ের বেকার যুবক-তরুণদেরকে নানাভাবে কাজ করার সুযোগ দিচ্ছি।আমারা এক যোগে পাহাড়ি বাঙ্গালী ভাই ভাই কাধে কাধ মিলিয়ে কাজ করলে এই নানিয়ারচরে আর কোন যুবক,যুবতি বেকার থাকবে না। নানিয়ারচরে উন্নয়নের জোয়ার বইছে,সেতু হয়েছে,শিক্ষা প্রতিষ্ঠান এমপিভূক্ত হচ্ছে,রাস্তাঘাট,বিদ্যুৎ,যোগাযোগ কি হয়নি। তাই আবার সামনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকে ভোট চাই।