লেখক:আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী :রাজনীতি বিজ্ঞান বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বান্দরবান আর রাঙামাটি জেলায়
বুনো হাতি ঘুরে বেড়ায়।
মেলায় কিংবা সার্কাসে গেলে,
পোষা হাতির দেখা মেলে।
হাতি ঘুমায় বসে বসে
দলে দলে চলে।
আট নয় মণ ঘাসপাতা খায়
ছয় মণ খায় পানি।
বড় বড় গাছের গুড়ি
শুড়ঁ দিয়ে সে নেয় টানি।
লম্বা লম্বা পা ফেলে
ঘন্টায় সে আটমাইল চলে।
সার্কাসে দেখা যায়
পোষা হাতি বল খেলে।