মো. রবিউল হোসেন: ‘শান্তি সংকল্পে ঐক্যবদ্ধ সিন্দুক জোন’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে ৮টি দল নিয়ে শুরু হওয়া সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টায় রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাজপাড়া জুনিয়র একাদশ ও তিনটহরী একাদশের মধ্যকার ফাইনাল খেলায় তিনটহরী একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজপাড়া জুনিয়র একাদশ।
গত ১৫ ফেব্রুয়ারি সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন এ টুর্নামেন্টের আয়োজন করে। নক আউট পদ্ধতির খেলার প্রতি পর্বে শতশত ফুটবল প্রেমি দর্শকের উপস্থিততে খেলা গড়ায় ফাইনালে। ফাইনাল খেলা উপভোগ করতে হাজারো দর্শক উপস্থিত হয় মাঠে। নির্ধারিত সময়ে ১-০ গোলে পরাস্থ হয় তিনটহরী একাদশ।
ফ্রী বাংলা কোর্স ডাউনলোড করুন।
খেলা শেষে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুল বারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি.জি। বিশেষ অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর একেএম ফয়সাল, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, আবুল কালাম আজাদ, ক্যয়জরী মহাজন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিছ ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।
অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি বিতরণ করেন। এছাড়াও খেলায় সেরা খেলোয়াড় হিসেবে অংক্য মারমা ও সেরা গোল রক্ষক হিসেবে সাচিমং মারমাকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মো. শহীদুল্লাহ সজিব।