মংহাইথুই মার্মা, রুমা(বান্দরবান) প্রতিনিধি:
একুশের চেতনায় উদ্ভাসিত হোক বাংলাদেশ, হোক প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে। আজ ফেব্রুয়ারি মাস। ভাষা আন্দোলনের মাস। অধিকার অর্জনের মাস। আত্মপরিচয়ের উপলব্ধির মাস। আত্ম আবিষ্কারের মাস। চেতনায় উদ্ভাসিত হওয়ার মাস। ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এ মাসটি প্রত্যেক বাংলা মানুষের মাঝে আত্মবিশ্বাসের ধারণ করে আজ বান্দরবানে রুমা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা স্তরে “চেতনায় ২১” দেয়ালিকা উম্মোচন শুভ উদ্বোধন করেন উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী।
২১ ফেব্রুয়ারী সকালে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ম্যানেজিং কমিটি সভাপতি ও স্থানীয় আ.লীগের উপ-দপ্তর সম্পাদক পণলাল চক্রবর্তী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা আশীষ চিরান, অগ্রবংশ অনাথালয়ের বিহারাধ্যক্ষ উ নাইদিয়া ভিক্ষু, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা, সহকারী শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরসহ আরো অনেকে।
ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন জানিয়ে কোমলমতি শিক্ষার্থীরা দেয়ালিকা উন্মোচনে একুশের চেতনাকে ধারণ করে তারা নিজেদের মনের কথা প্রকাশ করেন। ফ্রী বাংলা কোর্স ডাউনলোড করুন।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, একুশের চেতনা জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির মাধ্যমে বিশ্বের অপরাপর ভাষাভাষীর নিজ ভাষার প্রতি অহংকার এনে দিয়েছে। অনন্য উচ্চতায় বাংলা ভাষার উত্তরণ ঘটিয়েছে। একুশের চেতনা বাঙালিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করে এক স্বাধীন-সার্বভৌম দেশ নির্মাণ করেছে। মানবতার মুক্তি ঘটিয়েছে। একুশের চেতনা নব নব রূপে নব নব আলোকে উদ্ভাসিত হোক- অপরাজিত, চিরভাস্মর এ বাংলায়।
প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা আশীষ চিরান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি এ ধরনের বিভিন্ন কর্মে শিক্ষানুরাগী হতে হবে, হতে হবে সকল পিতা-মাতা, শিক্ষাগুরু ও বড়জনদের সম্মান দিতে। তাহলেই একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারবে।