নিজস্ব প্রতিনিধি,কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মাইজপাড়া খালটি দখলবাজদের কবলে পড়েছে । দিন দিন দখল হয়ে যাচ্ছে এ খালটি । নির্মাণ করা হচ্ছে অসংখ্য ঘরবাড়ি ও দোকানপাট । অন্যদিকে এ খাল দখল হয়ে যাওয়ায় এ অঞ্চলের চাষাবাদ হুমকির সম্মুখীন হচ্ছে । জানা যায়, ঈদগাও মাইজপাড়া খালটি দীর্ঘ ৩ কিলোমিটারের ও বেশি ।দু পাশে বসতবাড়ি ও গাছপালা রয়েছে । এ খাল দিয়ে ঈদগাও নদীর পানিতে এ অঞ্চলের প্রায় শত একর জমিতে চাষাবাদ হয়ে আসছে ।
দীর্ঘদিন ধরে এ খালে চলছে প্রকাশ্যে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ । এদিকে ময়লা আবর্জনা ফেলে ও টয়লেটের পাইপ লাইন দিয়ে খালের পানি দুষিত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে । অন্যদিকে খাল দখল হয়ে যাওয়ায় এ অঞ্চলের চাষাবাদ হুমকির সম্মুখীন হচ্ছে ।
স্থানীয় মাইজপাড়া এলাকার কৃষক আবদুর রহমান, জসিম,নুর মোহাম্মদ সহ অনেকে জানান,যে ভাবে দখল প্রতিযোগিতা চলছে খাল দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে । আগামী মৌসুমে চাষাবাদ করা হবে বলে মনে হচ্ছে না ।
এ ব্যাপারে খালের ইস্কিম ম্যানেজার হেলাল উদ্দিনের সাথে কথা হলে জানান, এ শুস্ক মৌসুমে চাষাবাদের জন্য কোন জায়গায় ১ ফুট কোন জায়গায় আরো কম এ ভাবেই আমরা খালে পানি চলাচলের উপযোগী করছি ।যে ভাবে দখল হয়ে যাচ্ছে আগামী মৌসুমে চাষাবাদের কি অবস্থা হবে জানিনা তবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ খালটি খননের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন এতে আমরা আশ্বস্ত হয়েছি ।
খাল দখলের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সৈয়দ আলমের সাথে কথা হলে, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। আমি ওনার সহযোগিতায় এ খালটি দ্রতসময়ে সময়ে সংস্করের কাজ করতেছি । এলাকাবাসী খালটি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন ।