শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের আওতাভুক্ত লেন্ডাখালের আগা নামক এলাকায় জবর দখল করা প্রায় এক একর বনভুমির জায়গা উদ্ধার করেছে বনবিভাগ।
স্থানীয় ভুমিদস্যুদের বিরুদ্ধে বনভুমির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠে।খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে দোছড়ি বনবিট কর্মকর্তা দুলাল চন্দ্র দে, উয়ালা বনবিট কর্মকর্তা বজলুর রশিদসহ একদল বনকর্মী রোববার বিকেলে অভিযান পরিচালনা করে কাটা তাঁরের বেড়ায় বেষ্টিত খুটিসহ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
স্থানীয়রা জানান, দোছড়ি এলাকার মৃত আবু তালেব এর ছেলে চিহ্নিত ভুমিদস্যু ফারুক আহমদ ও একই এলাকার কবির আহম্মদ প্রকাশ লেন্ডা কবিরের ছেলে চিহ্নিত ভুমিদস্যু আমিনের নেতৃত্বে একদল ভুমিদস্যু দীর্ঘ দিন ধরে টেকনাফ উপজেলার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের সাথে আতাঁত করে মোটা অংকের টাকার বিনিময়ে বন বিভাগের বিশাল বনভুমির জায়গা দখল করে
বেচা-বিক্রির উৎসব চালিয়ে যাচ্ছিল।উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম উচ্ছেদ অভিযানের সত্যতা স্বীকার করেন এবং সরকারি বনভুমি দখল ও বেশা-বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।