বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে ট্রাক চাপায় মা-ও প্রতিবন্ধী মেয়ে নিহত হয়েছে।
রবিবার ( ১২ ফেব্রুয়ারী) বিকেলে বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা বড়ুয়ারটের ফেনছি ঘোনা রুপনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমেনা বেগম (৩৬) ও আয়শা (৫) ফানচি ঘোনা এলাকার মোঃ জাহেদের স্ত্রী ও কণ্যা।
স্থানীয় সুত্রে জানা যায় নিহত আমেনা বেগম পেশায় একজন গৃহকর্মী, তাহার স্বামী কাঠের শ্রমিক হিসেবে কাজ করেন, তাদের স্থায়ী ঠিকানা আলীকদম উপজেলা পান বাজার এলাকয় বলে স্থানীয়রা জানায়। নিহত আমেনা বেগম প্রতিদিনের মতো প্রতিবন্ধী মেয়ে কে নিয়ে মানুষের বাসা থেকে কাজ করে বাড়িতে ফেরার পথে তাহার ভাড়া বাসা হতে ১০০ গজ দূরে ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকের হেল্পার না থাকায় ঘাতক ড্রাইভার এর অসতর্কতার কারণে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা।কাঠ বোঝাই লট নম্বর ৭২ সম্বলিত টিএক্স ট্রাক তাদের চাপা দিলে গুরত্বর আহত হন।পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হতে ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে । ঘাতক ট্রাকটি কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মা ও প্রতিবন্ধী মেয়েকে বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে,এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এমএ মঞ্জুর আলম নিশ্চিত করে জানান, আহত মা-মেয়েকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি, নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে আছে, ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
বান্দরবানে ট্রাক চাপায় মা – মেয়ে নিহত।

Leave a comment
Leave a comment