সাইফুল ইসলাম,রামগড় উপজেলা প্রতিনিধি:
গ্যাস, বিদ্যুৎ,চাল,ডাল তেল আটাসহ” নিত্য প্রয়োজনীয় দ্রব্য’ সার’ ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ,দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীদের মুক্তি,১০দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি ২০২৩ ইং (শনিবার) সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলার ১নং সদর ইউনিয়নে সকল নেতাকর্মীদের অংগ্রহনের মাধ্যমে পদযাত্রা ও এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১নং রামগড় সদর ইউনিয়ন বিএনপি”র আয়োজনে ও ইউনিয়ন বিএনপি”র সভাপতি মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে পদযাত্রা শেষে এক প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়,এসময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর হোসেন নুরু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভুঁইয়া, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম,মোঃ মনির আহমেদ,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহআলম বাদশাহ , ইউনিয়ন বিএনপি”র সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সহ ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
প্রতিবাদ সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি”র নেতারা বলেন এই অবৈধ সরকার বিদ্যুৎ খাতে দুর্নীতি,ভুল নীতি,অপচয় অদক্ষতা,দুর না করে পুনরায় বিদ্যুৎদের দাম বাড়িয়েছে,তার ভিতরে আবার গ্যাস,চাল ডাল, কৃষি উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম যেভাবে বাড়াচ্ছে এতে জনজীবনে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে, এসময় নেতারা বিএনপির দেওয়া ১০দফা বাস্তবায়ন সহ বিদ্যুৎ ,গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জোর দাবী জানান প্রতিবাদ সভায়।