মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান) প্রতিনিধি :
এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে বান্দরবানে রুমা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রুমা সাঙ্গু সরকারি কলেজ। এইচএসসিতে এই কলেজের পাসের হার ৮৪ দশমিক ২১ শতাংশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে রুমা সাঙ্গু সরকারি কলেজে থেকে ৭৬জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৪ জন। অকৃতকার্য হয়েছে ১২ জন শিক্ষার্থী। তার মধ্যে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়া হয়নি।
তবে সাঙ্গু সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মার্মা’র ভাষ্যমতে, এ কলেজে যারা ভর্তি হয়, তারা বেশির ভাগই তো কম পয়েন্ট নিয়ে ভর্তি হয়। তাছাড়া এরা বেশিরভাগ তো অত্যন্ত দুর্বল।
ফলাফলে দেখা যায়, রুমা সাঙ্গু সরকারি কলেজ থেকে এবছর ব্যবসায় বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ১ জন।
অপরদিকে,মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৪জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৬৩জন। অকৃতকার্য হয়েছে ১১ জন শিক্ষার্থী।
এইচএসসি পরীক্ষায় এই সাফল্যের ফলে দীর্ঘদিন ধরে অর্জিত সুনাম অক্ষুণ্ণ রেখেছে প্রতিষ্ঠানটি।