মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান) প্রতিনিধি:
সন্ত্রাসীদের অর্থ উপার্জনে পথ বন্ধ করে দেওয়ার পার্বত্য মানুষের প্রতি আহবান জানিয়েছেন রুমা জোন কমান্ডার হাসান শাহরিয়ার ইকবাল। সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করার সংকল্পে রুমাবাসীকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছেন তিনি।
গত মঙ্গলবার(৭ফেব্রুয়ারী) রুমা কেন্দ্রীয় জামে মসজিদে সীরাতুন্নবি ও মিলাদুন্নবি মাহফিল অনুষ্ঠানে বাংলায় দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান হাসান শাহরিয়ার ইকবাল।
রুমার শান্তি প্রতিষ্ঠা করার জন্য জনগণের উদ্দেশে জোন কমান্ডার বলেন, সন্ত্রাসীদের কোন ধর্ম নেই,সন্ত্রাসীরা সন্ত্রাসী। এ সন্ত্রাসীদের সাথে কোন গোত্রকে,কোন জাতিকে,কোন ধর্মকে মিলালে চলবে না। তারা সবসময় চেষ্টা করে ধর্মকে বা গোত্রকে মিলাতে। কিন্তু আমরা কখনোই মিলাতে দেয় না। তারা সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাদের লক্ষ্য একটাই দিন শেষে সকল সন্ত্রাসী গোষ্ঠী এখনো পর্যন্ত আমরা দেখেছি, তাদের উদ্দেশ্য ও লক্ষ্য দিন একটাই টাকা উপার্জন আর কিছু না। এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী যারা এখানে কাজ করেছে তারা কেউ বিভিন্ন গোষ্ঠীর নাম করে কাজ করছে কিন্তু তারা কোন সুফল বানায়নি, তারা কোন মাদ্রাসা, গির্জা, মন্দির ও বিহার বানায়নি। কিন্তু তারা ধর্মকে সামনে রাখছে। কিন্তু তারা গোত্র এবং ধর্মের জন্য কোন কিছু করেনি। কিন্তু তাদের টাকা উপার্জনে অভাব নেই,টাকা কিন্তু আছে। তাদের উপার্জনে পথ বন্ধ করে দিলে তাহলে সন্ত্রাসী গোষ্ঠী পথ বেঁচে থাকতে পারবে না। আগেও বেঁচে থাকতে পারিনি, সামনেও বেঁচে থাকা সম্ভব নই। রক্ত দিয়ে শান্তি প্রতিষ্ঠা করব বলে শপথ নিয়েছি বাংলাদেশ সেনাবাহিনী।