সরকারি মালিকানাধীন পাথরঘাটা ইকবাল রোডস্থ পুরাতন একটি মাছ বাজার থাকা সত্বেও কর্ণফুলী নদী দখল করে গড়ে উঠা নতুন মাছ বাজার উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে পাথরঘাটা ও ইকবাল রোডের সর্বস্তরের জনগণ।
বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে ইকবাল রোড পুরাতন মাছ বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ গ্রহণ করা জনগণের দাবি অতি দ্রুত সময়ে নতুন অবৈধ মাছ বাজার সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নন্দলাল দাশ, আরতী রঞ্জন দাশ, জহর লাল দাশ, বাচন দাশ, তপন দাশ,
ভোলা দাশ, সুরঞ্জন দাশ, আশিক দাশ, প্রফুল্ল দাশ, গোপাল দাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্প্রতি কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা ফিশারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্রটি উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহাবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি এডভোকেট মনজিল বলেন, “কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা ফিশারিঘাট মৎস্য অবতরণকেন্দ্র উচ্ছেদ না করার জন্য রিট করেছে হাইকোর্টে। সেই রিটে অংশ নিয়ে শুনানি করি আমরা। আদালত শুনানি শেষে অবতরণকেন্দ্র উচ্ছেদ উচ্ছেদ করার নির্দেশ দেন।
সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ জানান, ফিশারিঘাট মৎস্য অবতরণকেন্দ্র উচ্ছেদে নোটিশ দেন জেলা প্রশাসক। সেই নোটিশের চ্যালেঞ্জ করে উচ্ছেদ না করার জন্য হাইকোর্টে রিট করা হয়। উচ্ছেদ না করার রায় দেয় আদালত। ওই মামলায় অংশ নিয়ে শুনানি করি আমরা। পূর্বের রায় বাতিল করে নতুন করে উচ্ছেদ রায় দেয় হাইকোর্ট।