মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান) প্রতিনিধি :
কলা গাছের সুতা থেকে তৈরি হচ্ছে বহুমুখী পণ্য। এ জন্য দরকার পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত কর্মী। এ লক্ষ্যে বান্দরবানে রুমা উপজেলার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে ১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রুমা উপজেলা পরিষদ হলরুমে বান্দরবান জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতায় ১নং পাইন্দু ইউনিয়নের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ ও কর্মশালায় ৪০জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
এতে প্রশিক্ষণার্থীরা কলা গাছের সুতা থেকে কিভাবে বহুমুখী পণ্য তৈরি করা যায় তার উপর হাতে-কলমে প্রশিক্ষণ পাবে। এ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
বিশেষ অতিথি ছিলেন, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা,রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা ও মহিলা বিষয়ক’র কর্মকর্তাসহ আরো অনেকে প্রমুখ।