কাউখালী প্রতিনিধি।
দিলোয়ারা আক্তার,
আজ ১৮ জানুয়ারি ২০২১ রোজ সোমবার কাউখালী উপজেলায় কলমপতি ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় সকাল ৯•০০টা হতে স্বাস্থ্য বিধি মেনে ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি পালন শুরু করা হয়েছে।এই কর্মসূচি শেষ হয়েছে দুপুর ২.৩০ মিনিটে।অত্র এলাকার প্রায় ১৪০ জন শিশুকে এই হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে।
হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিলো ১৮ মার্চ২০২০ হতে ১১ এপ্রিল ২০২০।কিন্তু বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে এই কর্মসূচি বন্ধ হয়ে যায়।যখন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হাজারো মানুষ মারা যাচ্ছিলো তখনই রাঙামাটি ও বান্দরবানের কিছু এলাকায় আক্রান্ত হয় শিশু হাম ও রুবেলা রোগ। এমনকি অনেক শিশু মারা ও গিয়েছে তথ্য রিপোর্ট অনুযায়ী ।অত্র এলাকাবাসী নিজেদের সন্তানদের সুষ্ঠুভাবে হাম ও রুবেলা টিকা দিতে পারায় অনেক খুশি ।খুশি হয়ে অনেকেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন সরকার ও স্বাস্থ্যকর্মীদেরকে।