মংহাইথুই মারমা,রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭ফেব্রুয়ারী) সকালে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স হল রুমে ১দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সভায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা.বামংপ্রু মারমা সভাপতিত্বে রুমা উপজেলা ব্রাক প্রকল্প ব্যবস্হাপক কাজি ফজলুর হক প্রকল্পের কার্যক্রম ও বিস্তারিত আলোচনা প্রদর্শন করেন।
আলোচনায় সভা বান্দরবান জেলা ব্রাক প্রকল্প ব্যবস্হাপক মোঃ সরওয়ার হোসেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল করার বিষয় নিয়ে সবাইকে সচেতনতা থাকা ও বিস্তারিত প্রদর্শন করা হয়েছে।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকেই বক্তব্য রাখেন, ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম, ৪নং গালেঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেনরত ম্রো, ৩৫৬নং পলি মৌজা হেডম্যান চিংসাঅং মারমা,রুমা অগ্রবংশ অনাথ আশ্রমের নির্বাহী পরিচালক উঃ নান্দিয়া থের,পাইন্দু ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে মেম্বার লালবেন বম।
এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, কারবারি ও বিভিন্ন ওয়ার্ডে মেম্বারগণ সহ আরো অনেকে প্রমুখ।