মংহাইথুই মার্মা,রুমা (বান্দরবান) প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বান্দরবানে রুমা উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১০রা ফেব্রুয়ারি থেকে সু-শৃঙ্খল ভাবে শুরু হয়ে গত মঙ্গলবার ৩১শে ফেব্রুয়ারি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে স্থানীয় আরবিএ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে খেলোয়াড় ও দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রশাসন মোঃ মামুন শিবলী।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদে পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা অফিসার মংসিংনু মার্মা, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজ ও আ.লীগের নেতাকর্মীসহ আরো অনেকে।
ফাইনালে লটারি জুটি মোহাম্মদ মামুন শিবলী + জুয়েল দাশ বনাম ফাহিম আহাম্মেদ+ শৈসাউ মার্মা জুটিকে পরাজিত করে ২-০ সেটে ২০২৩ সালের চ্যাম্পিয়ন ট্রপি জয়লাভ অর্জন করেন মোহাম্মদ মামুন শিবলী দল এবং অপর খেলায় ওপেন জুটিতে ভানরৌপুই বম + জুয়েল দাশ বনাম রামঙাই বম+ লালহাও বম জুটিকে পরাজিত করে ২-১ সেটে ওপেনে চ্যাম্পিয়ন অর্জন করেছেন ভানরৌপুই দল।
পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রপি বিতরণ করেন।