কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আগামী ৪ফেব্রুয়ারি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারী(সোমবার) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি’র সিনিয়র সদস্য আজিজুল হক চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চেয়ারম্যান ইদ্রিস মিয়া,প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
জিয়া উদ্দিন চৌধুরী আশফাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামরুল ইসলাম হোসাইনি,নবাব মিয়া,ইব্রাহিম চেয়ারম্যান, সালাহউদ্দিন, মাহমুদুর রহমান মান্না, মোহাম্মদ নাজিম,সরওয়ার শাহীন, হাসান,মন্জু,শাহাদাত, মাহবুবুর রহমান, আবুল কাশেম,নুরুল হক, দিল মোহাম্মদ, সালাহউদ্দিন, মামুন, সালাহউদ্দিন প্রমুখ।
বক্তারা ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্র ঘোষিত বিএনপির মহাসমাবেশ সফল করার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।