মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল আয়োজিত মেধাবৃত্তির ২০২২ পর্বে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে।
‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (কঃ) ১১৭তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’-এর ১২ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অষ্টম দিবসে প্রথমধাপে সারাদেশের ১১১ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। যার মধ্যে মানিকছড়ি উপজেলার শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ-দশম শ্রেনির দশজন ও দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ৩ তিনজনসহ প্রথমধাপে মোট ১৩ জনকে মেধাবৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় এসজেডএইচএম ট্রাস্ট মিলনায়তনে ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় ও বৃত্তি তহবিল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর আবু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব এওয়াইএম জাফর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক ও বৃত্তি তহবিল পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক তাজুল ইসলাম।
পরে ১শত ১১ জন শিক্ষার্থীর হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা।