নিউটন চাকমা,কাউখালী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলার মধ্যে কাউখালী উপজেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে কাউখালী থানার এসআই মোহাম্মদ ওসমান গণি চুড়ান্ত নির্বাচিত হয়েছেন।
গত ২০২২ সালের ডিসেম্বর মাসে মাদক উদ্ধার অপরাধ দমনে কাউখালী থানার সার্বিক কার্যক্রম এরাকাবাসীদের আইনের শাসনব্যবস্থা দেখভাল করার সফলতার স্বীকৃতি স্বরূপ রাঙামাটি জেলার ১০টি উপজেলার মধ্যে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই মোহাম্মদ ওসমান গণিকে নির্বাচিত করা হয়।
রবিবার (১৫ জানুয়ারী) রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই মোহাম্মদ ওসমান গণিতক ক্রেষ্ট প্রদান করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ (বিপিএম)। ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে জেলা ও উপজেলার অফিসার ইনচার্জ, সহকারী অফিসার ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত মাসিক অপরাধ সভায় কাউখালী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ পারভেজ আলীর নেতৃত্বে মাদক উদ্ধারে সফলতা দেখিয়ে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারের পুরষ্কার অর্জন করায় কাউখালী থানার পক্ষ থেকে অন্যান্য পুলিশের কর্মকর্তারা এসআই মোহাম্মদ ওসমান গণিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।