মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন মারমা গ্রামের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে এমওসি ট্রাভেল এজেন্সি।
শুক্রবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমওসি ট্রাভেল এজেন্সির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক অংলাচিং মারমার। এতে প্রধান অতিথি ছিলেন মারমা উন্নয়ন সংসদ মানিকছড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা।
দিনব্যাপী উপজেলার ফকিরনালা, মনাছড়ি, ওয়াকছড়ি, হাফছড়ি, জামতলা, লাপাইদং, মলঙ্গিপাড়া ও বড়বিল এলাকার মারমা সম্প্রদায়ের অসহায় হত-দরিদ্র অর্ধশতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে সাসনা উন্নয়ন সমবায় সমিতি (এসডিএ)’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক আব্রে মারমা, মানিকছড়ি (সদর) ইউপি সদস্য আরা মারমা, অগ্য মারমা উপস্থিত ছিলেন।