গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারাতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক কীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সকালে মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। এ সময় তিনি বলেন, জীবনে সফল হওয়া একজন ভালো ছাত্র হওয়ার মতোই সহজ। শুধু ঠিকমত ফোকাসটা করতে হবে, সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেরাটা দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, গুইমারা রিজিয়নের বি.এম মেজর সালাউদ্দিন মুহাম্মদ জুবায়ের, জি.টু.আই মেজর মেহেদী হাসান, মেজর রবিউল হাসান প্রমুখ।