নিজস্ব প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় বিষ পানে মো. আবদুল হামিদ(২৮) নামে এক যুকের মৃত্যু হয়েছে।
রবিবার(৮ জানুয়ারী) সকালে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো.আবদুল হামিদ (২৮) উপজেলার গজালিয়া ইউপির ৭নম্বর ওয়ার্ড ঠান্ডাঝিরি এলাকার আবু ছৈয়দের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের সাথে ঝগড়া করে গতকাল (৭ জানুয়ারী) আত্ম-হত্যা’র উদ্দেশ্যে কীটনাশক পান করলে স্থানীয় ও পরিবারের সহায়তায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় তাকে।পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বাঁধন দাশ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান,তবে রোগীটি কি কারনে মারা গেছে তা তিনি বিস্তারিত জানেন না, তবে রোগিটি গতকাল ভর্তি হয়েছিল।চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়। পুলিশ মরদেহ নিয়ে গেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বিস্তারিত পরে জানা যাবে।
বান্দরবানে বিষ পানে যুবকের মৃত্যু।
Leave a comment
Leave a comment