খাগড়াছড়(গুইমারা)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ জানুয়ারি) সকালে উপজেলার হাজাপাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায়, মাদ্রাসার সভাপতি মো. আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারি মো. ওসমান গনি, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দিদারুল আলম, মাদ্রাসার প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা।
এসময়, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারি মো. ওসমান গনি,মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান করে সবক অনুষ্ঠান সম্পন্ন করপন।পরে শিক্ষার্থীরা অতিথিদেরকে কুরআন থেকে তেলওয়াত করে শুনায়।