বান্দরবান প্রতিনিধিঃ
হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো থেকে নিরুৎসাহিত করনের লক্ষ্যে বান্দরবান সদর থানার উদ্যোগে ব্যতিক্রমি এক অভিযান পরিচালনা করা হয়েছে।
৭ই জানুয়ারি (শনিবার) সকালে পৌরসভার ব্যস্ততম এলাকার বিভিন্ন স্থান হতে সদর থানা পুলিশ হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর সময় ২৫ টির বেশি মোটরসাইকেল আটক করে সদর থানায় নিয়ে আসে।
পরবর্তীতে দুপুর ২ টায় সদর থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে মোটরসাইকেল মালিকদের উপস্থিতি তে কোন জরিমানা না করে,মোটরসাইকেল মালিকদের হেলমেট পরিধান করিয়ে দিয়ে এবং পরবর্তী সময়ে হেলমেট বিহীন মোটরসাইকেল না চালানোর বিষয়ে নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শহীদুল ইসলাম বাইক মালিকদের মোটরসাইকেল বুঝিয়ে দেন।
এ ব্যাতিক্রমি উদ্যোগে মোটরসাইকেল চালকদের অনেকেই হেলমেট পরিধান করে বাইক চালানোর ব্যাপারে সচেতন হবেন বলে জানান।
এ ব্যাতিক্রমি সচেতনতা মূলক অভিযানের বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন পর্যটন নগরী বান্দরবানে মোটরসাইকেল ব্যবহারকারীরা যাতে নিশ্চিন্তে,নিরাপদে পথ চলতে পারে সে জন্য আমরা চেষ্টা করেছি মোটরসাইকেল চালক সবাই যাতে হেলমেট ব্যবহার করার ক্ষেত্রে সচেতন হয়।
তাদের উৎসাহিত করার জন্য আমরা আজকের অভিযানে আটককৃত মোটরসাইকেল এর মালিকদের হেলমেট পরিধান নিশ্চিত করে বুঝিয়ে দিয়েছি।কারন হেলমেট হচ্ছে মোটরসাইকেল চালকদের দুর্ঘটনা থেকে বাঁচানোর প্রথম পদক্ষেপ।
তিনি আরো বলেন, পরবর্তীতে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।