বান্দরবান প্রতিনিধিঃ
থানচিতে গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র, কৃষি যন্ত্রপাতি, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার (০৭ জানুয়ারী) সকালে থানচি উপজেলার পরিষদ মাল্টিপারপাস হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লামং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বক্তব্যকালে বীর বাহাদুর উশৈসিং বলেন, একমাত্র বর্তমান সরকার ছাড়া অতীতে এত দূর্গম পাহাড়ী এলাকায় আর কোন সরকার আসেনি। এজন্য পার্বত্যাঞ্চলে শেখ হাসিনার কোন বিকল্প নাই।
তিনি আরো বলেন, বান্দরবানের পাহাড়ী দূর্গম এলাকার যেসব মানুষ কখনো বিদ্যুতের আলো দেখেনি, সেসব এলাকার প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। শিক্ষা থেকে শুরু করে হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থাসহ দূর্গম এলাকায় এখন বিদ্যুতের আলোতে আলোকিত থানচি উপজেলা।
এসময় গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ৫৬০টি শীতবস্ত্র , ২১টি সেলাই মেশিন, ২৩টি স্প্রে মেশিন ও ৫টি পালিত ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান, থানচি উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মুনসুর, জেলা পরিষদ সদস্য তিংতিংম্যাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
থানচিতে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ।

Leave a comment
Leave a comment