মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অন্যতম ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান তিনটহরী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত হত-দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তায় ‘আশা শিক্ষা কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। বেসরকারি সংস্থা আশা’র আয়োজনে বিদ্যালয়ের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষে এই শিক্ষা কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়টির হল কক্ষে প্রধান শিক্ষক সুদ্বীপ কুমারের সভাপতিত্বে ও আশা’র উপজেলা শিক্ষা সুপারভাইজার মো. রবিউল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) মো. আতিউল ইসলাম এবং উদ্বোধক ছিলেন আশা’র চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন, আশা’র মানিকছড়ি ব্রাঞ্চ ম্যানেজার অরুণ কুমার দেব, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলমাছ মিয়া, মো. আনোয়ার হোসেন ও মো. শাহরিয়ার হোসেন প্রমূখ।
এসময় অনুষ্ঠানের উদ্বোধক আরিফুল ইসলাম বলেন, “আশা ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয়ের (শিশু-৫ম) শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে (৬ষ্ঠ-৮ম) শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কর্মসূচি হাতে নিয়েছে। শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করবে|
এসময় বিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন শ্রেণির শতাধিক হত-দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী উপস্থিত থেকে এই কর্মসূচিতে অংশ নেয়।