মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় ইপিআই টিকা কেন্দ্রে নবজাতের টিকা নেওয়ার পর পর শিশু’র মৃত্যুর ঘটনায় পরিবার শোকে মাতম।
নবজাতকের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গাড়ীটানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত ইপিআই টিকা কেন্দ্রে বুধবার সকাল ১১ টার দিকে ৩৭ দিন বয়সী নবজাতক মো. আল-আমিন, পিতা-আবদুল করিম, মাতা- মুক্তা আক্তার ইপিআই (বিসিজি)টিকা দিয়ে বাড়ী ফেরার পথে মায়ের কোলে মৃত্যুবরণ করেন। টিকায় নেওয়ার পর পর নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ইপিআই কর্মী মো. মমিন হোসেনকে মারধর করে উত্তেজিত জনতা।
এদিকে একাধিক সূত্রে জানা গেছে, নবজাতক কিছু দিন আগে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ছিল।
খবর পেয়ে সরজমিনে ছুটে যান উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপ সহকারী মেডিকেল কর্মকর্তা ডা. মহি উদ্দীন, ওয়ার্ড ইউপি সদস্য মো. জয়নাল আবেদীনসহ জনপ্রতিনিধরা। তারা নবজাতকের শোকাহত পরিবারকে স্বান্তনা ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ কর্তৃক তদন্ত কমিটি গঠনের বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা বলেন, বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর উদ্যোগে দুইটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ চিহ্নিত করা হবে।