অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
পার্বত্য চট্টগ্রামের প্রাচীন সংবাদপত্র দৈনিক গিরিদর্পনের সম্পাদক চারণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদকে তাঁর সাংবাদিকতার ৫০ বছর পূর্তিতে সংবর্ধনা প্রদান করবেন রাজস্থলী প্রেস ক্লাব। আগামী ২৬ জানুয়ারী মঙ্গলবার উপজেলা হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খাঁন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন( রুবেল, ) সাধারন সম্পাদক আনোয়ারুল হক।
অনুষ্ঠানে রাঙ্গামাটি, বান্দরবান এর বিভিন্ন ইলেকট্রনিক ও ফ্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং রাজস্থলী, কাপ্তাই ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং রাজস্হলী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খাঁন।
(বার্তা প্রেরক:রাজস্থলী প্রতিনিধি )