আলীকদম(বান্দরবান)প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন বছরে নতুন বই তুলে দিতে বান্দরবানের আলীকদমে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও চলছে নানা আয়োজন।
রবিবার ২০২৩ সালের প্রথম দিনে আলীকদম সেনাজোনের পরিচালিত মৈত্রী উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলে বই বিতরণ উৎসব আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে ক্যাপ্টেন আজিজুল হাকিম প্রিন্স,কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক তাসনিমা ইয়াসমিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন,বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান,মৈত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
বই বিতরণ অনুষ্ঠানে আলীকদম জোনের অধিনায়ক লেঃকর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি বলেন,ভাল মানুষ ও সুনাগরিক হতে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম । শিক্ষকদের অনেক গুরুদায়িত্ব শিক্ষার্থীদের সুনাগরিক ও ভাল মানুষ হিসেবে গড়তে । প্রতিটি সফল শিক্ষার্থীর পিছনে কোন না কোন শিক্ষকের অবদান থাকে। পাঠ্য বইয়ে গল্প গুলো শুধু পড়ে মুখস্থ করার জন্য নয় এগুলো শিক্ষণীয় ও আমাদের অনুপ্রাণিত করে। লেখাপড়ার পাশা পাশি শিক্ষার্থীদের সৃজনশীল কাজ করতে হবে। জোন সকল বিদ্যালয়,শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে ছিল, আগামীতেও পাশে থাকবে বলে অভিমত প্রকাশ করেন।
এদিকে একেই সময় আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়েও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এসিল্যান্ড ভূমি কর্মকর্তা মোঃ আরিফ উল্লাহ নিজামী।