মোঃসফিকুল ইসলাম
ভালোবাসা চোখে দেখা যায় না
সে তো অনুভূতি দিয়ে বুঝা যায়।
ভালোবাসা মাপার কোন যন্ত্র নেই
হৃদয় এর মাঝে তার স্থান।
ভালোবাসা বুকের বাম পাশের
ছোট্ট কুড়ে ঘরে তার অবস্থান।
ভালোবাসা দুটি মনের
গভীর সম্পর্কের বন্ধন।
পৃথিবী ভালোবাসার কারণেই
এত সুন্দর।
ভালোবাসা আছে বলেই স্বপ্ন বুনতে ইচ্ছে করে।
ভালোবাসা আছে বলে হাজার বছর বাচঁতে ইচ্ছে করে
প্রকৃতির সাথে মানুষের ভালোবাসা
অভিরাম বহমান।
ভালোবাসা মানুষের প্রতি, মানুষের আত্নীয়তার গভীর
সম্পর্কের ক্ষেত্র বিশেষ।
প্রতিটি স্থানে ভালোবাসার চাঁদোরে ঢাকা
ভালোবাসি কথাটি বলতে পারাও
জীবনের সার্থকতার একটি অংশ।