মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে তীব্র শিত উপেক্ষা করে স্বাধীনতা সোপানে জনসাধারণের ঢল নেমেছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী, পুষ্পস্তবক অর্পণ ও স্বাধীনতার বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫১তম মহান বিজয় দিবস উদযাপনের শুভ সূচনা করা হয়।
এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব তাঁর বিভাগীয় প্রধান এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পন করেন।
পর্যায়ক্রমে মাটিরাঙ্গা থানার পক্ষে অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। একই সাথে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মাটিরাঙ্গা পৌর প্রশাসন ও কাউন্সিলরদের সাথে নিয়ে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পন করেন।
একই সময়ে, মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ, সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র,নবজাগরণ যুব ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, এনজিও প্রতিষ্ঠান স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপরপরই পুষ্পস্তবক অর্পনের জন্য স্বাধীনতা সোপান সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
এ সময় স্বাধীনতা সোপানে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় স্বাধীনতা সোপানের আশপাশ।
অন্যদিকে দিবসটি উপলক্ষে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাটিরাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।