মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
আজ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন’র উদ্যােগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন’র সঞ্চালনায়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম উপজেলা চেয়ারম্যান মাটিরাঙ্গা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান ও সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হাছিনা বেগম ও মোঃ আনিসুজ্জামান ডালিম,মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুক।
এসময় অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা আমাদের হৃদয়ে তথা সারা বাংলার মানুষের সর্বত্রে শ্রদ্ধায় স্বরণে থাকবে।