নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:
মহান বিজয় দিবস ২০২২ উদযাপন ও পালন উপলক্ষে নানিয়ারচর উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় (১২ই ডিসেম্বর) নানিয়ারচর অস্থায়ী কার্যলয় কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন মো: নুরুল ইসলাম (সাবেক মেম্বার )।
সভায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বিস্তারিত আলাচনা করা হয়েছে ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হাওলাদার,সাধারন সম্পাদক (উপজেলা বিএনপি) ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃকবির হোসেন (সাংগঠনিক সম্পাদক), মোঃইউনুস (যুগ্ন সাধারন সম্পাদক) ,মোঃহাসান মল্লিক(আহবায়ক ছাত্রদল),মোঃহেলাল(সদস্য সচিব ছাত্রদল),মোঃ আলী (সদস্য সচিব যুবদল),মোঃ আবু হানিফ মীর (যুগ্ন আহবায়ক যুবদল),মোঃ রিয়াজ (যগ্ন আহবায়ক যুবদল),মোসাঃ বিলকিস বেগম (সভাপতি মহিলাদল),মোঃআঃমালেক (সাধারন সম্পাদক ৩নং বুড়িঘাট ইউনিয়ন বিএনপি),মোঃজাহাংগীর (সাংগঠনিক সম্পাদক ৩নং বুড়িঘাট ইউনিয়ন বিএনপি) ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।