নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:
নানিয়ারচর উপজেলা থানা ভবনের পাশের সবুজ মাঠে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হল। মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজিত চার দলের দুইটি দলের ম্যাচে খেলতে নেমেছিলেন নানিয়ারচর ইউনিয়ন ও ঘিলাছড়ি ইউনিয়ন।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,ওসি সুজন হালদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার,সদর চেয়ারম্যান বাপ্পী চাকমা,উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক রিপন দাশ,সরওয়ার কামাল,কল্পনা চাকমা,মোস্তফা খানসহ অনেকে।
এসময় প্রধান অতিথি প্রগতি চাকমা বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজন।
বিজয় দিবসের ফুটবল খেলার এ আয়োজনে তাদের সঙ্গে সমান সমান আনন্দে মেতেছিলেন উপজেলার সর্ব সাধারণ জনতা।