মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ও পুলিশবাহিনীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ’লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন কমিটির দায়িত্বশীল সকল নেতৃবৃন্দের অংশগ্রহনে প্রায় তিনশতাধিক লোকের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি আমতলা হয়ে বাজারে গিয়ে রাজবাড়ী গেইটে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন ছাড়াও বক্তব্য রাখেন আ’লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, দেশে আবারও বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিজয়ের মাসে তারা একের পর এক অরাজকতা সৃষ্টি করে সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর হামলা ও বোমা ফাটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। যা কোনভাবেই কাম্য নয়। এখন থেকে দেশে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের আর ছাড় দেওয়া হবে না। সবাইকে নিয়েই দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।