মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লেমুয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মিলন মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মিলন উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড লেমুয়া এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় মিলন মিয়া তার নিজ বাড়িতে বিদ্যুৎ চালিত একটি পানির মোটর স্থাপনের কাজ করা কালে বিদ্যুতায়িত হয়। পরে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, হাসপাতাল আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি নিহত হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ সুরতহাল শেষে পরবর্তীতে আইনী কার্যক্রম চলমান রয়েছে।