নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:
৯ ডিসেম্বর ২০তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবার দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’।
দিবসটি উপলক্ষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় ধরনের বার্তা দিতে চায় দুর্নীতি দমন কমিশন।
একই সঙ্গে দেশে সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পিকেএসএফসহ অন্যান্য এনজিওতে দুর্নীতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ।
যার মধ্যে রয়েছে সারাদেশে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভা। যেখানে প্রশাসনের কর্তাব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে।
উপজেলা প্রাঙ্গণে সকাল ৯ টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান । এরপর ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
দুর্নীতিবিরোধী আয়োজন সম্পর্কে হলরুমে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,বিশেষ অতিথি মো: নুরজামাল হাওলাদার,ওসি সুজন হালদার,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক,সরওয়ার কামালসহ উপজেলার দুর্নীতিবিরোধী কমিটির নেতৃবৃন্দ মধু সুধন চাকমা(সাধারন সম্পাদক )প্রমিকা চাকমা(সহ সভাপতি )আব্দুর রাজ্জাক ভূইয়া(সিনিয়র সহ সভাপতি )সহ অন্যান্যরা।
বক্তব্যে প্রধান অতিথি প্রগতি চাকমা বলেন, জনগণের উদ্দেশে একটাই বার্তা দিতে চাই, আপনারা দুর্নীতি করবেন না। দুর্নীতি দমনে যেন জনগণের প্রত্যাশার কাছাকাছি যেতে পারি, সেই চেষ্টা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলুর রহমান বলেন, জনসম্পৃক্ততা ছাড়া দুর্নীতি দমন করা যায় না। জনসম্পৃক্ততা ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়। তাদের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে। তাদের সচেতন হতে হবে। আমরা চেষ্টা করছি জনগণকে সচেতন করতে, তারাও যেন দুর্নীতি দমনে অংশগ্রহণ করে।
এসময় উপজেলা হল রুমে উপজেলার সকল সরকারি দপ্তর বা রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা, এনজিও ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।