মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসমে বোরো ধান, সরিষা, ভুট্টা ও সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ব্লগের ৫ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে ধানের বীজ, ভূট্টা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সংলগ্নে এইসব সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী।
এসময় উপজেলার ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি করে এসএল এইট হাইব্রিড ধান বীজ, ৫০ জন কৃষকের মাঝে ২ কেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার এবং ৩০জন কৃষকের মাঝে সূর্যমুখী ফুলের বীজ ও ২০ কেজি করে সার (ডিএপি-১০ কেজি, এমওপি ১০কেজি) বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনূর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহি উদ্দিন আহম্মদসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।