টুয়েল চাকমা,নানিয়ারচর:
নানিয়ারচরে তালুকদারপাড়া রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা রাস্তাটির ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি নিখিল কুমার চাকমা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শক্তি। তার আন্তরিকতায় দূর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে দুর্গম এলাকায় বিদ্যুতায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে এই তালুকদারপাড়ার মানুষের জন্য দীর্ঘদিনের অভিশাপ ছিল। বহু দূর্ভোগ পোহাতে হয়েছে এখানকার মানুষকে।কাজটি সম্পূর্ণ হলে এলাকার মানুষের যোগাযোগ নিরবিচ্ছিন্ন হবে,পাহাড়ে আওয়ামীলীগ সরকার পাশে আছে সবার।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার ও স্থানীয় ওয়ার্ড সদস্য ও গন্যমান্যসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।