মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোদার পাড় এলাকা থেকে দুই দিনের এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি উপজেলার গোদার পাড় এলাকায় দুইদিন বয়সী এই শিশু কন্যা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তির জিন্মায় আপাতত রাখা হয়েছে। যদিও অনেকে শিশুটিকে নেওয়ার জন্য আবদার করলেও আদালতের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রোববার এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে।