মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা এলাকায় রান্নার চুলার আগুনে মঈনুল হোসেন মাসুম নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাড়িটানা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে নগদ অর্থ, আসবাবপত্র, বাড়ির তৈজসপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।
যোগ্যাছোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আফসার শামীম ও স্থানীয় ইউপি সদস্য মো. জয়নাল আবেদিন জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির লোকজন বাহিরে থাকা অবস্থায় হটাৎ মঈনুল হোসেনের বাড়িতে আগুন দেখে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু ততক্ষনে আগুন নিয়ন্ত্রণের বাহির চলে যায় এবং ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত রান্না ঘরের চুলা থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন।