মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- গোটা দুনিয়া এখন কাঁপছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। বিশ্বের অন্যসব দেশের মতোই বাংলাদেশও মাতোয়ারা বিশ্বকাপের আনন্দে। আর তা ছড়িয়ে গেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি জেলার আনাছে কানাচেও। এই আনন্দ ভাগাভাগি করতে বা প্রিয় দলের সমর্থকদের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করছে ‘মানিকছড়ি ফুড হাউজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’।
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহা সড়কের মানিকছড়ি মহামুনি বাসস্ট্যান্ডে অবস্থিত ‘মানিকছড়ি ফুড হাউজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ কর্তৃপক্ষ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গ্রাহক, শুভাকাঙ্খী ও সমর্থকদের জন্য আয়োজন করেছে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা, বিশেষ ছাড়ে বিভিন্ন খাবার বিক্রয় ও বিশেষ র্যাফেল ড্র।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার খেলা শেষে প্রথম দিনের মতো এ আনুষ্ঠানিকতা উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে আর্জেন্টিনা সমর্থক মো. সাজ্জাদ হোসেন প্রথম দিনের বিজয়ী হন।
পরে বিজয়ীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হানিফ ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. জহিরুল ইসলাম রাশেদ। এসময় আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম ও সংবাদকর্মী মো. রবিউল হোসেনসহ ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী মো. জহিরুল ইসলাম রাশেদ বলেন, ‘বিশ্বকাপের আমেজ সকল সমর্থকদের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। দর্শকদের কথা মাথায় রেখে আর্জেন্টিনা ও ব্রাজিলের সকল খেলায় আমাদের এই আয়োজন চলমান থাকবে’।