মিজানুর রহমান সবুজ,দীঘিনালা প্রতিনিধি :
“ভিক্ষাবৃত্তি পরিহার করি, স্বাবলম্বী হই, সমৃদ্ধ দীঘিনালা গড়ি” এই স্লোগানে দীঘিনালার ৭ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য গবাদিপশুসহ বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অফিস।
মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে ৪ জন ভিক্ষুককে নগদ ৪ হাজার টাকা ও ৮টি ছাগল, ১ জন ভিক্ষুককে ১টি গরু ও ২ জন ভিক্ষুককে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ শামসুল আলম প্রমূখ।