সাইফুল ইসলাম, রামগড় সংবাদদাতাঃ
২০২৩-২৩ অর্থ বছরে রবি/ মৌসুমে. গম.ভুট্রা.সরিষা. সুর্যমুখী. চিনাবাদাম.সয়াবিন. শীতকালীন পেয়াজ. মুগ. মুসুর ও খেসারী. ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক ২২০জন কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
১৬ নভেম্বর (বুধবার)সকাল ১১ টার সময় কৃষি অফিস সংলগ্নে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ সানাউল হক এর সঞ্চালনায় উক্ত কৃষি উপকরণ বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, এসময় উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ রাশেদ চৌধুরী, সমাজ সেবা অফিসার মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুর রহমান, এলজিডি কর্মকর্তা নাইমুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়াও উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ শরীফ উদ্দিন,গোলাম মোস্তফা, মাইন উদ্দিন, মোহাম্মদ এমদাদুল হক মিঠু,সহ রামগড় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
উল্লেখিত উপকরণ সমূহ ভুট্টা,২কেজি কৃষক ৫০জন (ডিএমপি- এমওপি সার ৩০কেজি) ,সরিষা ১কেজি, কৃষক ১৫০ জন (ডিএমপি- এমওপি সার ২০ কেজি), সুর্যমুখী ১ কেজি, কৃষক ২০জন,(ডিএমপি -এমওপি সার ২০ কেজি) এমওপি ১০কেজি,জমির পরিমাণ ২২০ বিগা, মোট কৃষক ২২০ জন।