সাইফুল ইসলাম,রামগড় সংবাদদাতাঃ
পাবর্ত্য জেলা খাগড়াছড়ি”র রামগড়ে ৮ই ডিসেম্বর হানাদার মুক্ত ও ১৬ই ডিসেম্বর ২০২২ বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ রফিকুল আলম কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়াররম্যান মোহাম্মদ আনোয়ার ফারক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃএবিএম মোজাম্মেল হক, রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারির দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, এনজিও,বিজিবি,স্কুল-কলেজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।