আলীকদম(বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে ইউ এন ও হিসেবে যোগদান করেছেন, জাবের মোঃ সোয়াইব। তিনি ৩৪ তম বিসিএস এডমিন ক্যাডারের। এর আগে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ শেষ করে দেশে ফেরার পর কর্তৃপক্ষ তাকে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করেন।
সোমবার (১৪ নভেম্বর) এক মতবিনিময় অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মেহরুবা ইসলাম বলেন, ‘’মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত, একদিন চলে যেতে হয়’’! বিদায় বক্তব্যে তিনি বলেন “আমি আশা করছি, ‘অগ্রযাত্রায় আলীকদম’ এর স্বপ্ন পূরণ হবে। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, উন্নয়ন সব মিলিয়ে আলীকদম মাইল ফলক হবে।”
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলীকদম উপজেলার বিদায়ী ইউএনও মেহরুবা ইসলাম, নবাগত ইউএনও জাবের মোঃ সোয়াইব, এসিল্যান্ড আরিফ উল্লাহ নিজামী, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মেহরুবা ইসলাম আরো বলেন, আলীকদম উপজেলা মডেল মসজিদ, অডিটোরিয়াম প্রকল্পের কাজ পুনরায় শুরু করার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। অচিরেই যাতে এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন হয় নবাগত ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পর্যটনক্ষেত্রে দ্রুত অগ্রসরমান উপজেলা আলীকদমের সাথে ঢাকার সরাসরি বাস সার্ভিস চালু থাকায় এ উপজেলায় দিন দিন এখাতটি বিকশিত হচ্ছে।
সভায় নবাগত ইউএনও জাবের মোঃ সোয়াইব বলেন, ইউএনও হিসেবে আলীকদম আমার নতুন কর্মস্থল। এর আগে আমি খুলনা ও গাজিপুর জেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেছি। বিদেশ থেকে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশে ফিরে ইউএনও হিসেবে আমার প্রথম যোগদান আলীকদমে।
তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ সকলের মিলিত প্রচেষ্টায় আলীকদমের উন্নয়নে কাজ করে যাবেন বলে মত ব্যক্ত করেন।