সভাপতি জাহিদ, সম্পাদক হিরা:
মিজানুর রহমান সবুজ দীঘিনালা প্রতিনিধি
পাহাড়ের অন্যতম আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ির ৯ উপজেলা ও ৩ পৌরসভার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রবিবার চট্টগ্রামস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দীঘিনালা উপজেলার পাশাপাশি জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভা কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হোসাইন।
এরমধ্যে মোঃ জাহিদুল ইসলামকে সভাপতি ও মনসুর আলম হিরাকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য দীঘিনালা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নব ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মনসুর আলম হিরা বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সমন্বয়ে একটি সুন্দর ও গোছানো নেতৃত্ব উপহার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে যাবো (ইনশাআল্লাহ)।