নিজস্ব প্রতিবেদক, কাউখালীঃ
সারা দেশের মতো রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে কাউখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সাদিয়া নুরীয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মার্মা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাউ মারমা।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গাজীউল হক, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী এবং পোয়াপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় চাকমা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রা দেওয়ান, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মার্মা, কাউখালী সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ ইছাক সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষকবৃন্দ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়ন প্রদর্শন করা হয়।