সাইফুল ইসলাম,রামগড় প্রতিনিধি:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়েও নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় রামগড় উপজেলা এবং পৌর বিএনপি”র আয়োজনে বিএনপি”র অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ -সভাপতি ও রামগড় উপজেলা বিএনপি”র সভাপতি হাফেজ আহমেদ ভূইঁয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃজসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পৌর বিএনপির সিনিয়র সহ -সভাপতি জানে আলম (দুলাল), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলা উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।
এছাড়াও আলোচনা সভায় রামগড় উপজেলা বিএনপি,পৌর বিএনপি,ইউনিয়ন বিএনপি ও জিয়া পরিষদের উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দ সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে বাংলাদেশে ৭ নভেম্বর তারিখটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বা মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসাবে পালন করা হয়। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লব এর স্মরণে এই দিবসটি পালিত হয়। কর্নেল (অবঃ) আবু তাহের এর নেতৃত্বে সংঘটিত এই বিপ্লব জেনারেল খালেদ মোশাররফ এর ৩ দিনের সরকারের পতন ঘটায়।